ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রাজনৈতিক ঘটনার শিকার পোড়া রোগীদের চিকিৎসার সব খরচ বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাঁদের পুনর্বাসন বা দীর্ঘমেয়াদি চিকিৎসার কোনো পরিকল্পনা নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, রাজনৈতিক সহিংসতার শিকার রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ সরবরাহ আছে। এ ক্ষেত্রে অর্থও কোনো সমস্যা নয়। প্রধানমন্ত্রী নিজ তহবিল থেকে সহায়তা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। ঘটনার শিকার অধিকাংশ মানুষ...

